শরীফ আহমেদ (তাড়াশ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পৃথক ঘটনায় দুটি এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালী গ্রামে রুমা খাতুন (৩৫) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর (পাটগাড়ী) পাড়ার থেকে শহিদুল ইসলাম (৪০) নামের কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের পরিবারের বরাতে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে মহেষরৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী রুমা খাতুনের দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ লেগে থাকতো । পরে বৃহস্পতিবার পারিবারিক বিরোধের ধরে গৃহবধু রুমা খাতুন সকলের অজান্তে কিটনাশক (গ্যাস ট্যাবলেট) পান করে আতহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গৃহবধুর পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর (পাটগাড়ী) পাড়ার আবুল কালামের ছেলে শহিদুল ইসলাম কিটনাশক (গ্যাস ট্যাবলেট) পানে আতহত্যা করেছেন।
পরিবারের বরাতে তিনি আরো জানান, কৃষক শহিদুল ইসলাম দীর্ঘদিন মানুষিকভাবে অসুস্থ্য ছিলেন। আর এ নিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে কলহের সৃষ্টি হয়। ঘটনার দিন কিটনাশক (গ্যাস ট্যাবলেট) পান করে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালের নেয়া পথে মারা যান।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিরাজগঞ্জ মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। এছাড়া পৃথক ঘটনায় দুটি মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
https://slotbet.online/