তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বুধবার (১১ জুন) রংপুরের লালবাগে অবস্থিত সেতু ক্লাবের পক্ষ থেকে রংপুরের কৃতি সন্তান সাবেক কৃতি খেলোয়াড় (ফুটবল ও অ্যাথলেটিকস) ও সহকারী পুলিশ কমিশনার ( ঢাকা মেট্রোপলিটন পুলিশ ) জনাব দৌলত আকবর দুলালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ঈদ পরবর্তী এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু ক্লাবের উপদেষ্টা ও কারমাইকেল কলেজের ব্যবস্হাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর শাহজাহান নাসির, বিশিষ্ট ক্রীড়াবিদ প্রদীব কুমার অধিকারী, শিক্ষক রঞ্জিত কুমার, ফারুক, পলাশ, বাবুলাল, জাহাঙ্গীর, রাজন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির (রংপুর আঞ্চলিক কমিটি) দপ্তর সম্পাদক মাহবুবুল হক প্রিন্স ও রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন প্রমূখ।
সাবেক কৃতি খেলোয়াড় হিসেবে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করায় সেতু ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জনাব দৌলত আকবর দুলাল। এসময় ফেলে আসা সোনালী অতীতের নানা স্মৃতির কথা স্মরণ করিয়ে দেন তিনি। ঠিক যেন পুরনো বন্ধুদের ( সিনিয়র, জুনিয়র) মিলন মেলায় পরিনত হয় সেতু ক্লাবটি। খোঁজ গল্পে মেতে থাকতে দেখা যায় সবাইকে। এখানে উল্লেখ্য, ক্লাবের সদস্যরা প্রায় সবাই কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র।
https://slotbet.online/