নিজেস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সোনাহাট ব্রীজ পশ্চিম পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরিফুল হকের পুত্র ইকবাল জাহেদী মিজু (৩৫) এবং সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের পুত্র আনিছুর রহমান (৩৪)। এ সময় তাদের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, ২টি বাটন ফোন, ০১টি এন্ড্রয়েড ফোন ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার ৫০০ টাকা সহ একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
https://slotbet.online/