শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির সাক্ষর রেখে চলেছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। শিক্ষার গুণগত মান, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের দিক দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই স্থানীয়ভাবে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় বলেন, “আমরা শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আধুনিক পদ্ধতিতে পাঠদান, সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের সব দিক থেকেই দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের দায়িত্বে আন্তরিক এবং অভিভাবকরাও শিক্ষার্থীদের প্রতি যত্নবান। একযোগে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হয়ে উঠেছে ডিমলা উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি অনন্য নাম।
শিক্ষার মানোন্নয়নে এমন নিরলস প্রয়াস নিঃসন্দেহে আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যৎ উপহার দিতে সহায়ক হবে।
https://slotbet.online/