বায়েজিদে প্রকাশ্যে হত্যাচেষ্টা: চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ-
/ ৪৪৭
বার দেখা হয়েছে
আপডেট:
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম, ৯ জুন ২০২৫, বিকাল ৫:৩০ চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন পূর্ব হাজী পাড়া তিন রাস্তার মোড়ে রবিবার বিকেলে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা রাফসান ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবারের বরাতে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বায়েজিদ এলাকার কুখ্যাত কিশোর গ্যাং লিডার সাইফুল (৪০), আলাউদ্দিন (৪৮), ফাহিম (২২) ও জসীম (৩২) রাফসানের উপর অতর্কিত হামলা চালায়। রাফসান বাড়ি ফেরার পথে তারা তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং জবাই করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত রাফসান ইসলাম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর রাফসানের পিতা মোহাম্মদ মোরশেদ ইসলাম বাদী হয়ে বায়েজিদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২০২২ সালে তার বাড়ি নির্মাণের সময় উক্ত সন্ত্রাসীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। ঐ ঘটনায় মামলা দায়ের করায় দীর্ঘদিন ধরে তারা হুমকি দিয়ে আসছিল।
পরিবারের দাবি, উক্ত মামলাটি বর্তমানে রায়ের পর্যায়ে রয়েছে, এবং সন্ত্রাসীরা নিয়মিত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। তারা মামলাটি না তোলায় রাফসানকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি শুধু মামলাটি না তোলার কারণেই রাফসানকে জবাই করে হত্যা করার চেষ্টা করা হয়েছে।
বায়েজিদ থানা পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী চিহ্নিত এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।