কুড়িগ্রাম প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভায়োলেন্সের শিকার হয়েছে। এই সাংবাদিক দ্বয় হলেন-দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি মোস্তফা কামাল এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু।জানা যায় গত ১৩ জুন দুই সাংবাদিক এক মাদ্রাসার ছাত্রীর কাছ থেকে যৌন হয়রানি অভিযোগ পেয়ে সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কুড়িগ্রাম শহরতলীর ভরসার মোড় এলাকায় অবস্থিত খিদমাতুল কোরআন আদর্শ বালিকা নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় যান এবং মাদ্রাসাটির পরিচালক হাফেজ মো: আনিসুর রহমানের সাথে কথা বলে কুড়িগ্রাম শহরে ফেরার পথে ভরসার মোড় নামক এলাকায় কিছু উশৃংখল ছেলে তাদেরকে একটি ফার্মেসিতে অবরুদ্ধ করে রাখে। দুই সাংবাদিক কর্তৃক এলাকার সম্মানহানি হবে এমন গুজব তুলে পরিস্থিতি ঘোলাটে করে। পরে খবর পেয়ে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং কুড়িগ্রাম সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা করার পর রাত ১১টার দিকে ফার্মেসিতে অবরুদ্ধ থাকা দুই সাংবাদিক নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় পিছন থেকে উশৃংখল একদল মানুষ তাদের উপর হামলা করে। পরে দুই সাংবাদিককে আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জন-এর বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে দুই সাংবাদিকের উপর মব ভায়োলেন্সের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান। এই দুই সাংবাদিক নেতা জানিয়েছেন – মব ভায়োলেন্সের ঘটনার প্রতিবাদে আগামীকাল দুপুর ২ টায় কুড়িগ্রাম জেলা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
https://slotbet.online/