কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের ২১ দফা দাবিতে চলছে লাগাতার শাটডাউন: হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণ-
তরিকুল ইসলাম, রংপুর
২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রংপুর কারমাইকেল কলেজে সাধারণ শিক্ষার্থীরা আজ (২২ জুন) সকাল থেকে সর্বাত্মক শাটডাউন পালন করেছে। হাজার হাজার শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে কলেজ প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে তারা এই কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হয়েছে। তাদের ২১ দফা দাবির মধ্যে রয়েছে–পুরোনো ছাত্রাবাসগুলো সংস্কার করা, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি নিশ্চিত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, নতুন হল চালু করা, পর্যাপ্ত আসন নিশ্চিতকরণ, শিক্ষক সংকট নিরসন, কারমাইকেল কলেজের জমি অন্য কাউকে না দেওয়া, ল্যাবরেটরি ও গ্রন্থাগারের আধুনিকায়ন, ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিতকরণ, ছাত্র পরিবহনের জন্য পর্যাপ্ত বাস সরবরাহসহ আরও বিভিন্ন যৌক্তিক দাবি।
আজ সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরে পাশ্ববর্তী লালবাগের রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করে তারা। এসময় শিক্ষার্থীরা সবধরণের ক্লাস-পরীক্ষা বর্জন করে।
আন্দোলন এতটাই জোরালো ছিল যে, কোন শিক্ষক বা শিক্ষার্থী পরবর্তীতে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।
আন্দোলনকারীরা জানিয়েছে, আগামীকাল, ২৩ জুন (সোমবার) সকাল ৯টায় তারা আবারও একই স্থানে সমবেত হয়ে আন্দোলন শুরু করবে।
কর্মসূচি পালনের সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্হলে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেও কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শিক্ষার্থীদের এই সর্বাত্মক আন্দোলন কলেজ কর্তৃপক্ষের উপর দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের একাত্মতা ঘোষণা করতে দেখা যায়। তারা ছাত্রদের যৌক্তিক দাবীর প্রতি শ্রদ্ধা জানান।
শিক্ষার্থীরা দৃঢ় প্রতিজ্ঞ যে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, কারমাইকেল কলেজে অচলাবস্থা আরও কয়েকদিন ধরে চলতে পারে।
https://slotbet.online/