নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের অন্তর্গত বাবড়ীঝাড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় বর্তমানে শিক্ষার গুণগত মানে এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় দৃশ্যমানভাবে এগিয়ে। ফলাফলের ধারাবাহিকতা, শিক্ষার্থীদের উপস্থিতি, নিয়মিত পাঠদান ও শৃঙ্খলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে শিক্ষানুরাগী মহলের প্রশংসা কুড়িয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক বলেন,
“শুধু পরীক্ষায় ভালো ফল করাই আমাদের লক্ষ্য নয়, আমরা শিক্ষার্থীদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। পাঠদানে আধুনিক কৌশল প্রয়োগ, নিয়মিত মনিটরিং, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতার কারণেই আমরা এগিয়ে যাচ্ছি।”
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি মোঃ নুর ইসলাম শাহ্ (বাবু) বলেন,
“এই বিদ্যালয় নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা চাই এখানকার প্রতিটি শিক্ষার্থী মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করুক এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠুক। আমি ব্যক্তিগতভাবে নিয়মিত বিদ্যালয়ে যাই, শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজখবর নেই। এলাকার মানুষের সহযোগিতা থাকলে বাবড়ীঝাড় স্কুল অদূর ভবিষ্যতে আরও বড় উচ্চতায় পৌঁছাবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষকদের চাহিদা এবং ছাত্রছাত্রীদের প্রয়োজন—সবকিছু বিবেচনায় নিয়ে আমরা কাজ করছি। শিক্ষা নিয়ে কোনও আপস নয়, সেটাই আমাদের মূলনীতি।”
বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির এ প্রয়াস নিঃসন্দেহে নীলফামারী জেলার শিক্ষা ব্যবস্থায় এক ইতিবাচক দৃষ্টান্ত।
https://slotbet.online/