তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার
২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো উত্তাল রয়েছে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাস। আজকেও (২৩ জুন) হাজার হাজার শিক্ষার্থী পূর্ণাঙ্গ শাটডাউন ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন, যা আন্দোলনকে আরও বেগবান করেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকেই কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের ২১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ প্রশাসন তাদের দাবিগুলো নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, বরং গড়িমসি করছে।
আজ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান ছাত্র ছাত্রীদের ২১ দফা দাবি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তবে, তার বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অধ্যক্ষ স্যার পূর্বের মতোই দায়সারা এবং অস্পষ্ট বক্তব্য রেখেছেন, যা তাদের দাবি পূরণের ক্ষেত্রে কোনো আশার আলো দেখাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “অধ্যক্ষ স্যার প্রতিদিন একই কথা বলছেন। আমাদের মনে হচ্ছে, তিনি আমাদের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন না।”
আন্দোলনকারী সাধারণ ছাত্র ছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ছাত্র ছাত্রীদের পরিবহনের জন্য পর্যাপ্ত বাস, আধুনিক গবেষণাগার স্থাপন, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, পুলিশ ফাঁড়ি স্হাপন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শিক্ষার্থীদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা ইত্যাদি।
শেষ খবর পাওয়া পর্যন্ত কারমাইকেল কলেজে আন্দোলন এখনও চলমান। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট সমাধানের আশ্বাস মেলেনি। শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়ছেন না।
https://slotbet.online/