বেসুরো জীবন
-জিম্মি
আমার মনটা আজকাল
এক শূন্য ক্যানভাস,
রংগুলো যেন সব সাদা
কিংবা ধূসর রঙের বহিঃপ্রকাশ।
কী ভাবি, কী বলি,
সব যেন ভোঁতা,
শব্দের ভিড়েও
অর্থহীন নীরবতা।
স্মৃতির পাতায় ধুলো,
অতীতটা ঝাপসা,
ভবিষ্যতের পথও
আজ যেন কাঁটা।
আর বর্তমানটা..
শুধু একটা দীর্ঘশ্বাস,
হারিয়ে ফেলেছি যেন
নিজেরই বিশ্বাস।
কবিতার ছন্দও
আজ যেন বেসুরো,
মনের গভীরে
চাপা পড়ে আছে সুর।
আলো ঝলমলে দিনেও
আঁধার নামে,
সবকিছু এলোমেলো,
ছন্নছাড়া লাগে।।
https://slotbet.online/