মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
/ ১৪৫
বার দেখা হয়েছে
আপডেট:
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
শেয়ার করুন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
মাদক সেবনের অপরাধে শেরপুরে ৬ যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়াও প্রত্যেককে ২শ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চৈতাজানি এলাকায় কিছু যুবক মাদকের সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে তাদেরকে সচেতন করার চেষ্টা করা হলেও তারা কারও কথা শোনেনি। পরে মঙ্গলবার স্থানীয়দের সহায়তায় মাদকসেবীদের আটক করে প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানাসহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
তারা হলেন, বানিয়াপাড়া এলাকার ঝিনাইগাতী গ্রামের আনসার আলীর ছেলে মো. রাসেল ইসলাম, ঝুলগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. মশিউর রহমান, গোপালখিলা গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. মনির, শেরপুর সদরের বাজিতখিলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. আব্দুল মমিন, পশ্চিম কুমড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. আব্দুল মুন্নাফ, মো. শাহ আলীর ছেলে মো. আবিদ। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান হলো জিরো টলারেন্স। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পেলে যেখানেই হোক, মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।