শিক্ষার গুণগত মানে ডিমলা উপজেলায় তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয়। নীলফামারী জেলার ডিমলা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে।
প্রতিষ্ঠানটির বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের পরীক্ষায় পাস করানো নয়, বরং তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির মাধ্যমে একটি মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছি। আধুনিক পাঠদান পদ্ধতি, পাঠদানের মনিটরিং এবং ফলাফল বিশ্লেষণের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত উন্নয়নের পথ খুঁজে নিচ্ছি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নৈতিকতা, সময়ানুবর্তিতা ও আত্মবিশ্বাস গঠনে আমরা বিশেষ গুরুত্ব দেই। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ রেখেছি যাতে তারা বহুমাত্রিক বিকাশে সক্ষম হয়।”
ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ইতোমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে একাধিক শিক্ষামূলক অর্জন ও সম্মাননা লাভ করেছে। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটি ও অভিভাবক সমাজের অব্যাহত সহযোগিতা এক অগ্রণী ভূমিকা রাখছে।
ডিমলা উপজেলার শিক্ষাক্ষেত্রে এই মহাবিদ্যালয় এক আলোকবর্তিকা হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি গুণগত শিক্ষা প্রসারে নিবেদিত থাকবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
https://slotbet.online/