তরিকুল ইসলাম-
গত বুধবার (১১ জুন) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আলীবাবা থিম পার্কে শিশুদের কলকাকলিতে মুখরিত ছিল। অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে এসেছিলেন এবং শিশুরা পার্কের বিভিন্ন রাইড ও খেলায় মেতে ওঠে।
পার্কে প্রবেশ করেই শিশুরা নিজেদের পছন্দের রাইডগুলোতে চড়ার জন্য উচ্ছ্বাস প্রকাশ করে। কেউ চড়েছে নাগরদোলায়, কেউ মেতেছে স্লিপারে, আবার কেউ বা ট্রেনের দুলুনিতে হাসিতে ফেটে পড়েছে। অভিভাবকদের তত্ত্বাবধানে শিশুরা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সময় কাটিয়েছে। বিভিন্ন রাইডের পাশাপাশি পার্কে থাকা খোলা জায়গাগুলোতেও বিশেষ করে আম বাগানে শিশুরা ছোটাছুটি ও খেলাধুলা করে বাড়তি আনন্দ উপভোগ করে।
রংপুর থেকে বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে আসা দম্পতি তরিকুল ইসলাম ও লতিফা খানম জানান, শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে এমন সবুজে সমারোহে ও খোলামেলা পরিবেশে বাচ্চাদের নিয়ে আসতে পেরে তারা খুশি। তারা বলেন, আলীবাবা থিম পার্ক শিশুদের বিনোদনের জন্য একটি চমৎকার জায়গা, যেখানে শিশুরা প্রকৃতির কাছাকাছি থেকে খেলাধুলা করার সুযোগ পায়।
দিনশেষে শিশুদের চোখে-মুখে ছিল তৃপ্তির ছাপ। এই আনন্দঘন ভ্রমণ তাদের মনে এক নতুন স্মৃতি তৈরি করেছে, যা আগামী দিনগুলোতে তাদের অনুপ্রাণিত করবে। আলীবাবা থিম পার্ক কর্তৃপক্ষও দর্শনার্থীদের নিরাপত্তা ও বিনোদনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান।
https://slotbet.online/