নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে ইতোমধ্যেই স্বীকৃতি পেয়েছে ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার গুণগত মান, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক উন্নতির মাধ্যমে বিদ্যালয়টি এলাকায় একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহফুজুল হক বলেন, “আমাদের শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত চেষ্টায় আমরা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ শিক্ষাবান্ধব করে তুলেছি। নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ডিজিটাল পাঠদান ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং সকল বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জন আমাদের এগিয়ে যাওয়ার বড় প্রমাণ।”
স্থানীয়দের প্রত্যাশা, এমন শিক্ষাবান্ধব প্রচেষ্টা অব্যাহত থাকলে ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয় নিকট ভবিষ্যতে দেশের সেরা প্রতিষ্ঠানের কাতারে উঠে আসবে।
https://slotbet.online/