এম,দিদারুল আলম রাউজান
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম, হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) হযরত গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.) ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর চান্দ্র বার্ষিকী উদযাপন উপলক্ষে ও সুবর্ণ জয়ন্তী (৫০ বছর) পূর্তি উপলক্ষে ২দিন ব্যাপী শান-ই রাহমাতুল্লিল আলামিন সম্মেলন ২০২৫ এর দাওয়াতি কার্যক্রম চলছে নিরলস গতিতে
উল্লেখ্য আগামী ১৪ ও ১৫ ই নভেম্বর ২০২৫ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর সর্তা দায়রা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ২দিনব্যাপী সম্মেলনের কর্মসূচীর মধ্যে রয়েছে- ১ম দিবসে সকাল ১০টায় পবিত্র খতমে কোরআন, বিকেল ৩টায় পবিত্র জশনে জুলুছ , বাদে মাগরিব তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ,ও সেমা মাহফিলের আয়োজন করা হয়েছে। ২য় দিবসে সকাল ৯টা হতে মহিলা মাহফিল, হামদ নাত কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, বিকেল ৩টা হতে আমন্ত্রিত দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম গণের ধারাবাহিক তাকরির। পরিশেষে আখেরি মোনাজাতের পর পর তাবারুক বিতণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে বলে জানিয়েছেন সম্মেলন এন্তেজামিয়া কমিটি। এরি ধারাবাহিকতায় প্রতিদিন সম্মেলনের দাওয়াতি কার্যক্রমের অংশ বিশেষ গর্জনিয়া রহমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দাওয়াতী কার্যক্রমে যোগদেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি উত্তর সর্তা শাখার আবুল ফজল, ফরিদুল আলম, জাহাঙ্গীর, আব্দুন নবী, শফিউল আলম, সরোয়ার, মুসলিম উদ্দীন, জয়নাল আবেদীন, সালাহ উদ্দীন, মোহাম্মদ আলী, আসিফ বাবু, রবিউল হোসেন পারভেজ, মুহাম্মদ তানভির প্রমুখ।
https://slotbet.online/