নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতায় সাহসিকতা, নিষ্ঠা ও মানবিক দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করলেন দেশের শীর্ষ ইংরেজি জাতীয় দৈনিক The Daily State-এর প্রতিনিধি আল হেদায়েতুল্লা (সুজন)।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে অবস্থিত চার তারকা হোটেল স্কাই সিটি-তে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের কৃতীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য, অভিনয়, সংগীত, সমাজসেবা, ইউটিউব, ফ্যাশন, নাটকসহ প্রায় ২০টি ক্যাটাগরিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, সাবেক প্রধানমন্ত্রীর চিফ ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদ, অভিনেত্রী দীপা খন্দকার, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর.কে রিপন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে সাংবাদিক আল হেদায়েতুল্লা (সুজন) বলেন, “এই সম্মাননা আমি উৎসর্গ করছি আমার বাবা-মা, ভাই-বোন ও আমার সহধর্মিণীকে—
যাঁদের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর নীরব প্রার্থনায় আজকের এই প্রাপ্তি সম্ভব হয়েছে। এই স্বীকৃতি কেবল আনন্দের নয়, এটি দায়িত্বেরও ঘোষণা। আমি চাই অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে, সত্য ও সাহসের পথে একজন নিষ্ঠাবান সাংবাদিক হয়ে উঠতে।”
সাংবাদিকতাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করা আল হেদায়েতুল্লা (সুজন) নিজেকে একজন আদর্শবান, নীতিনিষ্ঠ ও সাহসী সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া, ভালোবাসা ও নিরন্তর সমর্থন কামনা করেছেন।
https://slotbet.online/