রূপগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী কালীপূজা উদযাপন
বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার
/ ৭৭
বার দেখা হয়েছে
আপডেট:
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
শেয়ার করুন
আশিকুর রহমান, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর বুধবার রাতে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের কালীবাড়ি, শ্মশান ঘাট, নামাবাজার, তারাবো ও কাঞ্চন পৌরসভা, ভুলতা, গোলাকান্দাইল, ভোলাব ইউনিয়নের বিভিন্ন স্থানে বর্ণাঢ্যভাবে পূজার আয়োজন করা হয়। প্রতিটি পূজা মণ্ডপে ছিল সাজসজ্জার ঝলক, দেবী প্রতিমার আরাধনা, আরতি ও ভক্তদের ভিড়।
পূজা উপলক্ষে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ভক্তরা পূজার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক গানে মাতোয়ারা হয়ে ওঠেন। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবা ও শিশুসহ সব বয়সী মানুষ একত্রিত হয়ে পূজার আনন্দ ভাগ করে নেন।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের সুব্রত বিশ্বাস জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। রূপগঞ্জে এই কালীপূজাকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলা ঘটে, যা এলাকায় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।