প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ১১:২০ এ.এম
রূপগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী কালীপূজা উদযাপন

আশিকুর রহমান, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর বুধবার রাতে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের কালীবাড়ি, শ্মশান ঘাট, নামাবাজার, তারাবো ও কাঞ্চন পৌরসভা, ভুলতা, গোলাকান্দাইল, ভোলাব ইউনিয়নের বিভিন্ন স্থানে বর্ণাঢ্যভাবে পূজার আয়োজন করা হয়। প্রতিটি পূজা মণ্ডপে ছিল সাজসজ্জার ঝলক, দেবী প্রতিমার আরাধনা, আরতি ও ভক্তদের ভিড়।
পূজা উপলক্ষে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ভক্তরা পূজার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক গানে মাতোয়ারা হয়ে ওঠেন। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবা ও শিশুসহ সব বয়সী মানুষ একত্রিত হয়ে পূজার আনন্দ ভাগ করে নেন।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের সুব্রত বিশ্বাস জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। রূপগঞ্জে এই কালীপূজাকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলা ঘটে, যা এলাকায় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩