হাটহাজারী বড় মাদ্রাসার মাঠ থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২
মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী চট্টগ্রাম
/ ৬৭
বার দেখা হয়েছে
আপডেট:
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
শেয়ার করুন
মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী চট্টগ্রাম
এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস নামে খ্যাত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মাঠ থেকে মো. রাতুল ইসলাম (১৬) ও মোঃ সালাম(২১) নামের দুই ব্যক্তিকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা।
আজ(৬ ই অক্টোবর) রোজ সোমবার বিকালে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়,মোঃ:রাতুল ইসলাম পৌরসভার ১নং ওয়ার্ডের রঙ্গীপাড়া এলাকার শহিদুল হক সওদাগর বাড়ীর রফিক মিয়ার ছেলে ও মো. সালাম পৌরসভার ৪নং ওয়ার্ড আলীপুর মুন্সির বাড়ীর আবুল কাশেমের পুত্র।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সালাম ও রাতুল হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাসার মাঠে কাউকে কোপানোর উদ্দেশ্যে ঘুরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হলে, তাদেরকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।