প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৪:৩৪ এ.এম
হাটহাজারী বড় মাদ্রাসার মাঠ থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী চট্টগ্রাম
এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস নামে খ্যাত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মাঠ থেকে মো. রাতুল ইসলাম (১৬) ও মোঃ সালাম(২১) নামের দুই ব্যক্তিকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা।
আজ(৬ ই অক্টোবর) রোজ সোমবার বিকালে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,মোঃ:রাতুল ইসলাম পৌরসভার ১নং ওয়ার্ডের রঙ্গীপাড়া এলাকার শহিদুল হক সওদাগর বাড়ীর রফিক মিয়ার ছেলে ও মো. সালাম পৌরসভার ৪নং ওয়ার্ড আলীপুর মুন্সির বাড়ীর আবুল কাশেমের পুত্র।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সালাম ও রাতুল হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাসার মাঠে কাউকে কোপানোর উদ্দেশ্যে ঘুরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হলে, তাদেরকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩