এইতো জীবনের খেলা,
মানুষের আদলে মানুষ—
আসল রংটা ঢেকে,
মুখোশে বাঁচে রোজ।
হাসির আড়ালে চাপা কষ্ট,
ভালোবাসা যেন –
এক সাজানো মঞ্চ।
ভিতরে এক চেহারা,
বাইরে অন্য,
কথাগুলো যেন –
একেকটা মিথ্যা-ছন্দ।
আজ যে বন্ধু,
কাল সে শত্রু,
রঙ বদলায় তারা,
যেমন গিরগিটি।
তবুও –
এই রূপ বদলের খেলায়,
কেউ কেউ আজও,
আসল রূপে ধরা দেয়।
সবকিছু ভুলে,
মন খুলে হাসে,
ভালোবাসা-
আর বিশ্বাসের আলো ছড়ায়।
এই রং বদলের শহরে,
আসল মানুষ খুঁজে ফেরা,
সে এক অসম লড়াই।
তবুও জীবনের গল্পে,
কিছু মানুষ থেকে যায়—
যাদের রং কখনও মলিন হয় না।
https://slotbet.online/