নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
উত্তরের জনপদে জেঁকে বসা হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর। সংগঠনের উদ্যোগে কারমাইকেল কলেজের বিভিন্ন হোস্টেলের বয়, রাধুনি ও নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন চত্বরে এ্যাডহক কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এ্যাডহক কমিটির আহবায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য আতিয়ার রহমান ও মোঃ ইসলাম জনি।
অনুষ্ঠানে তারা বলেন, উত্তরাঞ্চলে এবারের শীতের প্রকোপ অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। সারাদিন সূর্যের দেখা না মেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা কলেজের আবাসনগুলোতে সেবা প্রদান করেন, তারা তীব্র শীতে কষ্ট পাচ্ছিলেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস।
তীব্র শীতে একটি করে নতুন কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের সহায়ক কর্মীরা। হাড়কাঁপানো ঠান্ডায় এই উপহার তাদের অনেক উপকারে আসবে বলে জানান তারা। এদিকে, প্রাক্তন শিক্ষার্থীদের এমন জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা মনে করেন, সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট লাঘব হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও প্রাক্তন শিক্ষার্থীদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
https://slotbet.online/