এম,দিদারুল আলম রাউজান
রাউজানে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং তা আরও উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের উত্থান রোধে কঠোর ব্যবস্থাসহ অনুমোদনহীন কোচিং সেন্টার বন্ধ, ভূয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিক চিহ্নিত করে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সড়কে যানবাহন পার্কিংয়ে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উজান সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ লেপ্টেনেন্ট মেহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান প্রেসক্লাবের আজীবন সদস্য জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, সাংবাদিক ইরফাত হোসেন চৌধুরী, উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসেন, বন বিভাগ, হাইওয়ে থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/