বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বাঁশখালীর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন -২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত ছনুয়া আজিজিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক কাজী আবদুল হালিম, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পশ্চিম বড়ঘোনা দিদারিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সরল জালিয়াঘাটা শাহ মজিদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওসমান গনি, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সরল হাকিমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন পূর্ব পুইছুড়ি তালীমুল কোরান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ ইছহাক, সদস্য দক্ষিণ শেখেরখীল লালজীবন নূরীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুর রহিম ও খানখানাবাদ দারুস সুন্নাহ রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আমিনুর রশিদ রেজভী।
উক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বাঁশখালীর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ।
সভাপতি ও সম্পাদক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বৈষম্য মূলক আচরণের প্রতিবাদে বলেন,
প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা আপনাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ চালিয়ে যান যাতে সকল শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে ১৪ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে গনজোয়ারের স্রোতে সকল বৈষম্য ধূলিসাৎ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার গলায় বিজয়ের মালা পড়িয়ে ঘরে ফিরতে পারে।। সর্বোচ্চটা দিয়ে কাজ করুন,আমরাই বিজয়ী হবো ইনশাআল্লাহ।
https://slotbet.online/