নীলফামারী জেলার ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ত্রি-বার্ষিক নির্বাচনে সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন এ.এস.এম আব্দুল কাদের। তিনি মাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হন।
অদ্য ১৩ সেপ্টেম্বর, শনিবার ডোমারস্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে পুরো এলাকা ছিল উৎসবের আমেজে মুখরিত।
নির্বাচন শেষে নবনির্বাচিত সেক্রেটারী এ.এস.এম আব্দুল কাদের এক প্রতিক্রিয়ায় বলেন,
“এই বিজয় এককভাবে আমার নয়; এটি ইউনিয়নের সকল সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ, আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবো।”তিনি আরও বলেন,“শিক্ষক-কর্মচারীদের কল্যাণে এই কো-অপারেটিভকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে সদস্যদের সেবার মান বাড়াতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সমর্থক ও সদস্যদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সেক্রেটারীর নেতৃত্বে ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড আরও গতিশীল ও উন্নত ভূমিকা রাখবে।
https://slotbet.online/