মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে কে সামনে রেখে সারাদেশের ন্যায় বাঁশখালীতে ও দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) ২৫ ইং সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স হল রুমে আয়োজিত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। প্রধান আলোচক ছিলেন, দূর্নীতি দমন কমিশন চট্টগ্রাম -২ এর উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন, নবাগত থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন ও মাহমুদুল ইসলাম, সদস্য সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমদ, মাইমুনুর রশিদ, সাজ্জাদ হোসাইন প্রমূখ। সে সময় প্রধান অতিথি বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সভায় বাঁশখালীর সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন বলেন, দুর্নীতি জাতির অগ্রগতির প্রধান অন্তরায়। তাই দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সোচ্চার হতে হবে। তারা আরো উল্লেখ করেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গুণী ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী অঙ্গীকার পাঠ এবং সততা প্রতিজ্ঞার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আয়োজন করে উপজেলা প্রশাসন, বাঁশখালী।
https://slotbet.online/