মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে মেসার্স রাজ ইন্টারন্যাশনাল প্রোঃ আঃ রাজ্জাকের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে।
কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মুল্যে সার বিক্রি করছে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্বশানবান্দ বাজারের মোঃ আঃ রাজ্জাক ।
সরকার কর্তৃক প্রণোদনা কৃষকদের চাহিদা পূরণ হচ্ছে না এমনটি মন্তব্য করেন স্থানীয় ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা।
পশ্চিম শানবান্দার ভুক্তভোগী হাবিবুর রহমান জানান,আমার কাছ থিকা সংকট দেখিয়ে ১৬৫০ টাকা বস্তা দরে ৬০০ অতিরিক্ত টাকা নিয়েছে।
স্থানীয় কৃষকদের জোরদার দাবি, সার সংকট নিরসনে ওপর মহলের হস্তক্ষেপ কামনা করছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পার্শবর্তী জেলা থেকে গোপনে শতাধিক বস্তা সার এনে গোডাউনে ঢুকিয়ে রাখছে।।
উল্লেখ্য,সরকার অনুমোদিত সকল রাসায়নিক সারের মূল্য তালিকায় (ইউরিয়া সার (৭০-৭৫) কেজি ২৭টাকা দরে ১৩৫০, টিএসপি সার (৮০-৮৫) কেজি ২৭টাকা দরে ১৩৫০ ও ডিএসপি সার (১০০-১০৫) কেজি ২১টাকা দরে -১০৫০ এবং এমওপি সার (৪০-৪৫) কেজি ২০ টাকা দরে – ১০০০০ টাকা নির্ধারিত মূল্য দোকানে টাগিয়ে দেওয়া সত্বেও কৃষকদের কাছ থেকে ১০৫০ টাকা বস্তা ডিএসপি স্যার বিক্রি করছে ১৬০০ টাকা বস্তা প্রতি সংকট দেখিয়ে হাতিয়ে নিচ্ছে ৫৫০ টাকা।
শানবান্দা বাজারের ডিলার মোঃ আঃ রাজ্জাক কে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান,সংকটের কারণে পরিবহন খরচ বেশি হওয়ায় আমরা অতিরিক্ত দামে বিক্রি করছি।
মেসার্স রাজ ইন্টারন্যাশনাল সারের ডিলার পয়েন্টে সাংবাদিকদের সাক্ষাৎকার নিতে গিলে কোন ধরনের সাক্ষাৎকার দিতে অনিচ্ছুক এবং ডিলার আঃ রাজ্জাক বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে নিউজ বন্ধ করার জন্য অনুরোধ এমনি আপোষে আসার জন্য অনুরোধ করেন।
এছাড়াও সাপ্লাই কম বলে সারের এমন সংকট হয়েছে বলে অনেক ডিলার জানিয়েছেন।
মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুম মুঠোফোনে জানান,ডিলররা অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি আমি অতগত ছিলাম না।
বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
https://slotbet.online/