তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
দীর্ঘ ৩৫ বছর পর অবশেষে রংপুর কারমাইকেল কলেজে ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজটির বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের জোর দাবি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে নীতিগত অনুমোদন পাওয়ার প্রেক্ষিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচনের জন্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী গুরুত্বপূর্ণ সময়সূচিগুলো হলো:
শিক্ষার্থী পরিচিতি কার্ডের তালিকা প্রকাশ: আগামী ০৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: আগামী ১০ জানুয়ারি ২০২৬ এর মধ্যে।
নির্বাচন কমিশন গঠন: মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে।
চূড়ান্ত ভোটার তালিকা তৈরি ও প্রকাশ: নির্বাচন কমিশন গঠনের ০২ সপ্তাহের মধ্যে।
তফসিল ঘোষণা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ০১ সপ্তাহের মধ্যে।
ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ: তফসিল ঘোষণার ২০ দিনের মধ্যে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রণালয় থেকে অনুমোদিত তারিখের সাপেক্ষে এই নির্বাচন রোডম্যাপ পরিবর্তন হতে পারে। এছাড়া, মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এই ঘোষণার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় চালুর আশার সঞ্চার হলো। ১৯৯০ সালের পর এই প্রথম কলেজটিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো।
https://slotbet.online/