তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় তারা কলেজের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শিক্ষাব্যবস্থা, অবকাঠামো এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চিত্র তুলে ধরেন। জবাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন। তিনি কারমাইকেল কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় প্রাক্তন ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন এবং কলেজের সার্বিক উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত একটি বিশেষ স্মরণিকা মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরারকে উপহার হিসেবে দেওয়া হয়।
নেতৃবৃন্দ শিক্ষা উপদেষ্টার মূল্যবান সময় ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কারমাইকেল কলেজের উন্নয়নে প্রাক্তন ছাত্র সমিতি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
https://slotbet.online/