মোঃ তাজুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:-
বগুড়ার শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নে বাঙালি নদীর ভয়াবহ ভাঙনে প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ।
সর্বশেষ ঘাসুড়িয়াসহ তিনটি গ্রামের অন্তত একশত পরিবার বাড়িঘর ও আবাদি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। নদীর খরস্রোতা স্রোত ও ধারাবাহিক ভাঙনের ফলে বসতবাড়ি, গাছপালা এবং ফসলি জমি দ্রুত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
সোমবার (১ ডিসেম্বর) স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহে ভাঙন হঠাৎ করে তীব্র আকার ধারণ করায় বহু মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। নদীর তীরবর্তী তিনটি গ্রামে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আরও অসংখ্য বাড়ি রয়েছে চরম ঝুঁকির মুখে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ—দীর্ঘদিন ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, বাঙালি নদীর এই ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা ও তীর সংরক্ষণ প্রকল্প হাতে না নিলে আরও কয়েকটি গ্রাম নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান।
এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।
বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন শেরপুরের হাজারো মানুষ। তাদের একমাত্র প্রত্যাশা—দ্রুত ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ ও পুনর্বাসনের নিশ্চয়তা।
https://slotbet.online/