চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে চাকরি করেন ডা. অপর্ণা বড়ুয়া। একই সময়ে তিনি মেডিকেল অফিসার হিসেবে চাকরি করেন ফোরএইচ গ্রুপ নামে একটি কারখানায়। তার সেই চাকরিটিও স্থায়ী। একসঙ্গে দুটি স্থায়ী চাকরি করছেন তিনি। অর্থাৎ বেতন সরকার থেকে নিলেও কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. অপর্ণা বড়ুয়া প্রাইভেট চাকরিতেই বেশি সময় দেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রকমে হাজিরা দিয়ে চলে যান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের কানে গেলেও তারা কখনো তেমন গুরুত্ব দেয়নি। সেই কারণে অপর্ণা বড়ুয়া নিজের ইচ্ছেমতো চাকরি করার সুযোগ পাচ্ছেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন খবরের কাগজকে বলেন, ‘একজন মেডিকেল অফিসার একসঙ্গে দুটি চাকরি করার সুযোগ নেই। বিষয়টি শুনলাম। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’
সূত্র: খবরের কাগজ
https://slotbet.online/