নিজস্ব প্রতিবেদক:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ায় তার সমর্থনে বগুড়া শহরজুড়ে গণসংযোগ আরও সক্রিয় হয়ে উঠেছে। এর অংশ হিসেবে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকাল তিনটায় বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডে দলীয় প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা, লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জনপ্রিয় বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা মাসুদ। চারমাথা, এরুলিয়া ও গোদারপাড়া এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের হাতে বিএনপি ঘোষিত ৩১ দফা ইশতেহারের লিফলেট পৌঁছে দেন তিনি।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।”
রাজনৈতিক সংগ্রামে পরীক্ষিত নেতা মোঃ মাসুদ রানা দীর্ঘদিন ধরে ১২৩টি মামলার মুখোমুখি হয়েও দল ও গণতন্ত্রের পক্ষে অটল থাকায় স্থানীয় রাজনীতিতে তাঁর সক্রিয়তা নতুন করে কর্মীদের উদ্দীপিত করেছে।
৩১ দফা লিফলেট বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, যুবনেতা, স্বেচ্ছাসেবক নেতা, সাংবাদিক ও চিকিৎসা প্রযুক্তিবিদ এবং বিএনপির পরীক্ষিত সংগঠক মোঃ আরমান হোসেন ডলার।
নেতারা জানান, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বগুড়া শহরে বিএনপির গণসংযোগ ও প্রচারণা আরও গতিশীল হবে। আজকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় নেতাকর্মীদের আত্মবিশ্বাস ও জনসম্পৃক্ততা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ্ মোঃ মেহেদী হাসান হিমু, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, মাহমুদ শরিফ মিটু, ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, জিসাস শাজাহানপুর উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক শ্রমিক নেতা মোঃ সাব্বির হোসেন ছাবদুল, সহ-সভাপতি সাংবাদিক আতিক হাসান, জিসাস শহর কমিটির সভাপতি প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার এস এম রায়হান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু শাকিদার, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ ও আরেফিন, ছাত্রদল নেতা নিরব, তুহিন, রিফা, নিসাতসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন—
১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন নয়ন, যুবদল সভাপতি কাজল, সাধারণ সম্পাদক সাগর, সাংগঠনিক সম্পাদক কালাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক মতিন, সাংগঠনিক সম্পাদক রফিক, ছাত্রদল আহ্বায়ক রবি ও সদস্য সচিব সুমনসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির নেতারা মনে করছেন, মাসুদ রানা মাসুদ ও আরমান হোসেন ডলারসহ তরুণ নেতৃত্বের এই সংগঠনিক তৎপরতা বগুড়া শহরের নির্বাচনী মাঠে নতুন প্রাণসঞ্চার করেছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত আরও সুদৃঢ় করবে।
https://slotbet.online/