নিজস্ব প্রতিবেদক, রংপুর
বুধবার (১৯ নভেম্বর) কারমাইকেল কলেজ প্রাঙ্গণে কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদ (কাকাশিস) কারমাইকেল কলেজ শাখার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। জ্ঞান ও মেধাভিত্তিক চর্চার এই সংগঠনটির বার্ষিক আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় ক্যাম্পাস।
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতীক হিসেবে কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার রায় এবং মোঃ মনিরুল হক প্রধান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আলোচনা পর্ব শুরু হয়। সংগঠনের বিদায়ী সভাপতি বাঁধন বাগচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্বটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খাদিজা বেগম তমা ও মিথিলা মুকাররমা। আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সংগঠনের দীর্ঘ পথচলার প্রশংসা করে বক্তব্য রাখেন। অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ ভাগে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ হাবিবুর রহমান বিদায়ী কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে সঞ্চয় রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে ভেজা রাণী বর্মন নির্বাচিত হন।
সবশেষে, নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
https://slotbet.online/