রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হল রুমে আয়োজিত কর্মসূচির প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুম কবিরের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকরি কৃষি (উন্নয়ন) কর্মকর্তা সনজিব কুমার সুশীশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অংছিং মারমা। উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র সেন, উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা সিকু কুমার বড়ুয়া, মোহাম্মদ নাজিম উদ্দিন, ইমরান হোসেন, দেবাশীষ ভট্টাচার্য্য, এমদাদুল ইসলাম, রুহেল মোল্লা, সবুজ সূত্রধর, উজ্জ্বল দে প্রমুখ। এতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৬৩০জন কৃষকের মাঝে এই বীজ ও সার প্রদান করা হয়। যার মধ্যে আছে গম ৪০০কেজি (২০জন), সরিষা ৩০০কেজি (৩৩০জন), চিনাবাদাম ৫০০কেজি (৫০জন), সূর্যমূখী হাইব্রীড ৩০কেজি (৩০জন), সূর্যমূখী উফশী ১০কেজি (১০জন), মুগ ৪০০কেজি (৮০জন), ফেলন ৭০০কেজি (১০০জন), অড়হর ২০কেজি (১০জন)।
https://slotbet.online/