নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) বার্ষিক প্রতিবেদন ২০২৪-এর উৎকর্ষতার জন্য অর্জন করেছি মর্যাদাপূর্ণ ১৫তম আইসিএমএবি (ICMAB) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড। এই জাতীয় স্বীকৃতি এসএসএস-এর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্পোরেট সুশাসনের প্রতি নিরলস প্রতিশ্রুতিরই ফল।
ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (ICMAB) কর্তৃক প্রদত্ত এই অ্যাওয়ার্ড মূলত আর্থিক ও অনার্থিক সূচকগুলোর ভিত্তিতে শ্রেষ্ঠ কর্পোরেট কর্মদক্ষতা প্রদর্শনকারী প্রতিষ্ঠানকে সম্মানিত করে। এসএসএস-এর বার্ষিক প্রতিবেদন ২০২৪-এ উপস্থাপিত তথ্য ও মানের ভিত্তিতেই সংস্থাটি এই সম্মাননা লাভ করেছে, যা জাতীয় পর্যায়ে তাদের পেশাদারিত্ব ও সৃজনশীল প্রয়াসের দ্যুতি ছড়িয়েছে।
এসএসএস-এর নেতৃত্ব ও কর্মীবাহিনী এই অর্জনকে তাদের “নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীল প্রয়াস”-এর সফল বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেছেন। এই স্বীকৃতি শুধু সংস্থার সুনামই বাড়ায়নি, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তাদের ভবিষ্যৎ কার্যক্রমে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে।
https://slotbet.online/