অদ্য ০৭/১১/২০২৫ ই তারিখে রোজ শুক্রবার পশ্চিম বালাগ্রাম দক্ষিণ পাড়া বটতলী বিঞ্চু মন্দির মাঠ প্রাঙ্গণে সনাতনী অধিকার আন্দোলন এর উদ্যোগে বেদ ও গীতা স্কুল উদ্বোধন হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ শ্রী মিঠুন চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেনঃ শ্রী অমৃত চ্যাটার্জি (অনাথ), আহবায়ক, সনাতনী অধিকার আন্দোলন, রংপুর বিভাগ।
উদ্বোধনঃ শ্রী বিঞ্চনাথ অধিকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংঘ।
বিশেষ আলোচকঃ শ্রী প্রফুল্ল কুমার রায়, বিএ (অনার্স) স্মৃতিতীর্থ, পুরোহিত প্রশিক্ষণপ্রাপ্ত কলকাতা আর্থ সমাজ মন্দির, ধর্মপাল জলঢাকা, নীলফামারী,
শ্রী শংকর চন্দ্র রায়, বিএস (অনার্স) এমএ (কাব্য তীর্থ) সনাতন ধর্মীয় আলোচক, সভাপতি, স্বামী বিকেকানন্দ সংঘ, জলঢাকা,
শ্রী অনুকুল চন্দ্র রায়, বিশিষ্ট সমাজসেবক, কচুয়া গংগাচড়া, রংপুর।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, শ্রী দিপস্কর ভট্টাচার্য, সিনিয়র যুগ্ন আহবায়ক, সনাতনী অধিকার আন্দোলন রংপুর বিভাগ,
শ্রী অলোক গোস্বামী, সদস্য সচিব, সনাতনী অধিকার আন্দোলন রংপুর বিভাগ,
শ্রী দুলাল রায়, সদস্য সনাতনী অধিকার আন্দোলন রংপুর বিভাগ,
শ্রী সচ্চিদানন্দ বর্মন সবুজ, সদস্য, সনাতনী অধিকার আন্দোলন রংপুর বিভাগ,
শ্রী নির্মলেন্দু রায়, প্রতিষ্ঠাতা সভাপতি, সাত্ত্বিক পূজা আন্দোলন পরিষদ,
শ্রী বাদল রায়, সদস্য সনাতনী অধিকার আন্দোলন রংপুর বিভাগ,
শ্রী শিশির রায়, সদস্য সচিব, সনাতনী অধিকার আন্দোলন রংপুর বিভাগ ও আহবায়ক অষ্টাঙ্গযোগ একাডেমী নীলফামারী জেলা শাখা,
শ্রী রামকৃঞ্চ রায়, সদস্য, সনাতনী অধিকার আন্দোলন রংপুর বিভাগ ও সাংগঠনিক সম্পাদক অষ্টাঙ্গযোগ একাডেমী নীলফামারী জেলা শাখা।
আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, শ্রী মিঠুন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস ডিমলা, নীলফামারী,
শ্রী শিমুল রায়, সদস্য সচিব অষ্টাঙ্গযোগ একাডেমী নীলফামারী জেলা শাখা,
শ্রী অমল দেবনাথ, সদস্য সচিব, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ঠাকুরগাঁও জেলা শাখা,
শ্রী যোগী কৃঞ্চপ্রসাদ নাথ মাধব, সদস্য সনাতনী অধিকার আন্দোলন রংপুর বিভাগ,
সার্বিক সহযোগিতায়ঃ অষ্টাঙ্গযোগ একাডেমী নীলফামারী জেলা শাখা।
আয়োজনেঃ সনাতনী অধিকার আন্দোলন জলঢাকা উপজেলা শাখা, নীলফামারী।
https://slotbet.online/