নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো লেখক অধ্যাপক নাজিম উদ্দিনের আত্নচরিত্রে ইতিহাস গ্রন্থের মোড়ক
নিজস্ব প্রতিবেদক
/ ৪৮
বার দেখা হয়েছে
আপডেট:
শনিবার, ১ নভেম্বর, ২০২৫
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক
চাটঁগা গবেষণা কেন্দ্র তুলে ধরবে চাটগাঁইয়া সকল গুরুত্বপূর্ণ ইতিহাস। এম এ মালেক,নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো লেখক অধ্যাপক নাজিম উদ্দিনের আত্নচরিত্রে চট্টগ্রামের ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন । শনিবার সকালে অনুষ্টিত হয় এই অনুষ্ঠান।
অন্বেষা প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ ও পুরুস্কার বিতরনি অনুষ্টান অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক,তিনি বলেন, সারা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাস্তবতা বিষয় নিয়ে লেখক নাজিমউদ্দীন অনেককিছু লেখার মাঝে ফুটিয়ে তুলেছেন, চট্টগ্রামের রাজনৈতিক, ইতিহাস, চট্টগ্রামের ভাষা, খেলাধূলা, গল্প গ্রামের পরিবেশ সবকিছু খুবই নিখুঁত ভাবে উপস্থাপন করেছে, আমি মনে করেছিলাম চট্টগ্রামে অনেক লেখক আছে চট্টগ্রামের ইতিহাসের লেখা কেউ তেমন একটা সুন্দর করে লেখা না।
যাই হোক খুব ভালো লেগেছে চট্টগ্রামের সবকিছু একটি বইয়ে পাবে পাঠকরা, লেখকদের লিখনির মাঝে চট্টগ্রাম কে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে চাটগাঁইয়া ঐতিহাসিক বিষয়ের ধারনা দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রফেসর ড, মোহাম্মদ মনজুরুল কিবরিয়া কো-অর্ডিনেটর, হালদা রিভার্স রিসার্চ সেন্টার, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর ড মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর শিপককৃষ্ণ দেবনাথ সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুহাম্মদ আবদুস সালাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক রেজা খান হেলালি অধ্যক্ষ, চট্টগ্রাম মহিলা কলেজ অভীক ওসমান, পরিচালক, চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মুহাম্মদ মনিরুল মনির,কবি ও প্রকাশক অধ্যক্ষ জাকির হোসেন সঞ্চালনায় প্রভাষক সুললিত কান্তি দে।
এ সময় কোরান তেলাওয়াত করেন মোহাম্মদ সাদ্দাম, চট্টগ্রামের বেশকয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষার্থী’রা উপস্থিত ছিলেন।