মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কিউরিমা পারভীন ইতি (৩৫) গতকাল (২৭ অক্টোবর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জানা যায়, গত ২৫ অক্টোবর একটি সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শিক্ষিকা ইতি, তাঁর মেয়ে এবং মা। দুর্ঘটনার পরপরই তাঁদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শিক্ষিকা ইতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা কিউরিমা পারভীন ইতি দিনাজপুরের বিরল উপজেলার রাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কারমাইকেল কলেজ অনার্স ২০০১-২০০২ সেশন বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র এবং বীরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান মাজেদ-এর সহধর্মিণী।
আজ (২৮ অক্টোবর) সকাল ৯টায় মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর অকাল মৃত্যুতে এলাকায় ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে, কারমাইকেল কলেজ বাংলা বিভাগের বন্ধুদের পক্ষ থেকে বন্ধু মাজেদুর রহমান মাজেদকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেছেন।
https://slotbet.online/