
২৫ অক্টোবর ২০২৫ শনিবার সকাল ৮:৩০ মিনিট হতে বাঁশখালী উপজেলায় প্রতিষ্ঠিত সুন্নি নূরানী মাদ্রাসা সমূহের পরিদর্শন করেন, সুন্নি নূরানী বোর্ডের মান্যবর চেয়ারম্যান দেশ বরণ্য আলেমেদ্বীন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী, এ সময় উপস্থিত ছিলেন, সুন্নি নূরানী বোর্ডের বাঁশখালী উপজেলা কেন্দ্র পরিচালক এবং বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান পূর্ব বৈলগাঁও আহলে বাইতে রসূল (দ.) সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ তমিজ উদ্দিন ও মাওলানা মুহাম্মদ আসাদ জালালি।
প্রধান অতিথি মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী প্রথমে চান্দপুর হযরত আলী ফকির (রহঃ) সুন্নি নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন এরপর ক্রমান্বয়ে পূর্ব বৈলগাঁও আহলে বাইতে রাসূল (দঃ) সুন্নিয়া মাদ্রাসা, পশ্চিম সাধনপুর সিরাতুল মুস্তাকিম সুন্নিয়া মাদ্রাসা।
সাধনপুর হযরত মাওলা আলী (রাজি:) শহিদীয়া ইসলামীয়া মাদ্রাসা। সাধনপুর মোহাম্মদিয়া সুন্নিায়া মাদ্রাসা। জালিয়াঘাটা জামেয়া হাশেমীয়া সুন্নীয়া মাদ্রাসা। পশ্চিম জালিয়াঘাটা আল-আমানিয়া রহমানিয়া হাশেমীয়া কাদেরিয়া মাদ্রাসা। জালিয়াঘাটা শাহ্ মজিদিয়া রহঃ দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা।
উত্তর জলদী সিদ্দিকে আকবর তাহেরীয়া উম্মীদ আলী শাহ সুন্নীয়া মাদ্রাসাসহ মোট নয়টি নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী বলেন, এই নূরানী মাদ্রাসার মাধ্যমে ছোট ছোট কোমলমতি শিশুরা বিশুদ্ধ কুরআন তিলোয়াত, ছহিহ শুদ্ধ ভাবে নামাজ আদায় ও কমপক্ষে ৬০টি পবিত্র হাসীস শরীফ মুখস্থ করার সুযোগ পাচ্ছে তাছাড়া ইসলামের নিয়ম কানুন আরকান আহকাম সম্পর্কে ও দ্বীন ইসলাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদা অনুযায়ী সঠিক ধারনাটা এই নূরানী মাদ্রাসা থেকে পাচ্ছে আলহামদুলিল্লাহ, এটার কারণে শিক্ষক, অভিভাবক সর্বোপরি আমাদের পরকালের নাজাতের উছিলা হচ্ছে আলহামদুলিল্লাহ।
https://slotbet.online/