নাটোরের গুরুদাসপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাঁচকৈড় নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওমর আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ।
এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মিজানুল হক ডিউক, জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলুসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলী।
এসময় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ গুরুদাসপুর -বড়াইগ্রাম আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে দলীয় নেতা কর্মীদের কাজ করার জন্য আহব্বান জানান। তিনি আরও বলেন, তারেক রহমান আব্দুল আজিজের জন্য কাজ করার নির্দেশনা দিয়েছেন।আমরা তারেক রহমানের নির্দেশনার ভিত্তিতে আব্দুল আজিজের হয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে কাজ করবো।
https://slotbet.online/