
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রংপুর কারমাইকেল কলেজের ঐতিহ্যবাহী ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এই আয়োজনে নবীন-প্রবীণদের মিলনমেলায় পরিণত হয় ইতিহাস বিভাগ।
বিভাগীয় প্রধান জনাব অধ্যাপক ফারুক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব দিলীপ কুমার রায়, ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জনাব অধ্যাপক মোঃ শফিয়ার রহমান, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির (রংপুর আঞ্চলিক কমিটি) সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুল হক প্রধান প্রমূখ।
সহকারী অধ্যাপক জনাব অভিলাষময় ইশোর এই অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী আহসান হাবীব ও ফাবিহা জামান তাজভী অর্থী।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন এবং তাদের স্বাগত জানান। একইসাথে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবন সমাপ্ত করে কর্মজীবনে প্রবেশ ও ভবিষ্যতের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। বিদায় বেলায় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষার্থীরা, অনেকের চোখে জল দেখা যায়।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা যায়।
https://slotbet.online/