মহাগ্রন্থ আল-কুরআনঅবমাননার প্রতিবাদে পুকুরিয়া উলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
/ ৬০
বার দেখা হয়েছে
আপডেট:
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
শেয়ার করুন
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
(০৪/১০/২০২৫ খ্রি.) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক বিশ্বমানবতার মুক্তির মহাগ্রন্থ আল-কুরআনুল কারীমের প্রতি প্রকাশ্য অবমাননার জঘন্য ঘটনায় সমগ্র মুসলিম জনতার হৃদয়ে যে গভীর ক্ষোভ ও বেদনার সঞ্চার ঘটেছে, তারই প্রতিবাদে অদ্য (০৫/১০/২০২৫ খ্রি.) পুকুরিয়া উলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম পুকুরিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল ওয়াজেদ এবং সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক মুহাম্মদ হাছিব।
বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন— বাঁশখালী উপজেলা হেফাজতে ইসলামের নায়েবে আমীর ক্বারী আব্দুল ওয়াহেদ, পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম, উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল মোকাররম চৌধুরী, খেলাফত মজলিস দক্ষিণ জেলার সিনিয়র দায়িত্বশীল মাওলানা হুমায়ুন আজাদ, উলামা জনতা ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার অফিস সম্পাদক মাহমুদ বিন বদিউল আলম, জুলাই বিপ্লবের সম্মুখ সারির সাহসী যোদ্ধা মুহাম্মদ ফোরকানুল হক, পুকুরিয়া হেফাজতের দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন জালাল ও সাদেক হোসাইন ফরহাদ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্র ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।