বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
/ ৭১
বার দেখা হয়েছে
আপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
শেয়ার করুন
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
আজ ২৯/০৯/২০২৫ খ্রি. শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মাননীয় নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।
তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের সকল সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি ভক্ত-পূজারীদের সাথে মতবিনিময় করেন, তাদের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত মতামত শোনেন এবং আশ্বস্ত করেন যে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা ভক্ত-পূজারীদের পাশে রয়েছে।
ইউএনও মহোদয় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার ফাহাদ বিন মাহমুদ, কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ও বিশিষ্ট সমাজ সেবক সুমন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা পূজামণ্ডপ আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা প্রশাসন সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।