তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকা-এর ৪০তম বর্ষপূর্তি, দ্বিবার্ষিক সাধারণ সভা, নির্বাহী কমিটির নির্বাচন এবং এক মিলন মেলা আগামী ২৪ অক্টোবর, শুক্রবার, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মিলনমেলার স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকার শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে।
এই বৃহৎ আয়োজন উপলক্ষে গত ১৫ আগস্ট সমিতির স্থায়ী কার্যালয় ১০৪, দারুসসালাম রোড, মিরপুরে আহবায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সর্বসম্মতিক্রমে জনাব কামরুন নাহার ডানা-কে প্রধান নির্বাচন কমিশনার এবং জনাব সাদেকুল আলম লিটন ও এ্যাড. জিএসএম জুলফিকার আলী খান-কে নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত করা হয়।
নবগঠিত নির্বাচন কমিশন ২০২৫-২০২৬ খ্রিঃ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্দেশ্যে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সুষ্ঠু ও সুন্দরভাবে সকল নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে কমিশন বদ্ধ পরিকর এবং এ লক্ষ্যে তারা সমিতির সকল সদস্যের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন।
জানা গেছে, শুধুমাত্র কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সদস্যভুক্তরাই এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং প্রার্থী হতে পারবেন। দুই বছরের মেয়াদের জন্য গঠিতব্য এই কার্যনির্বাহী কমিটি হবে ৩১ সদস্য বিশিষ্ট, যার মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ থাকবে।
নির্বাচন কমিশনার এ্যাড. জি.এস.এম. জুলফিকার আলী খান নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সকলকে নির্বাচন-পূর্ব ও নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
মনোনয়ন দাখিলসহ নির্বাচনের বিস্তারিত তথ্য এবং অন্যান্য নির্দেশনা সমিতির ওয়েবসাইট, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করা হয়েছে। সকল সদস্যকে নিয়মিত চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।
https://slotbet.online/