তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও গৌরবময় ৪০ বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজনের তারিখ পরিবর্তন করে আগামী ২৪ অক্টোবর ২০২৫ ইং শুক্রবার নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটি ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে পূর্বনির্ধারিত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখের পরিবর্তে কিছু সীমাবদ্ধতার কারণে অনুষ্ঠানের তারিখ পেছানোয় সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
ঐক্যের টানে সাবেক শিক্ষার্থীরা:
সাবেক শিক্ষার্থীদের কাছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি একটি গর্বের এবং আবেগের প্ল্যাটফর্ম। শতবর্ষী এই প্রতিষ্ঠানের মেধাবী প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের কর্মক্ষেত্রের প্রায় প্রতিটি সেক্টরে সুনামের সাথে কাজ করে চলেছেন এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সংগঠনটি মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে ঐক্য, কর্মের পারস্পরিক সহযোগিতা, গরীব মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ, অসহায় সদস্যদের সহযোগিতা এবং কলেজের শিক্ষার পরিবেশের পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতায় সকলের সহযোগিতায় কিছু কিছু কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উদ্যোগ:
সংগঠনের বর্তমান কমিটি স্বীকার করেছে যে, দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক পদে আসীন এবং অর্থনীতিতে অবদান রাখা বহু সংখ্যক সাবেক শিক্ষার্থী থাকা সত্ত্বেও সমিতি উল্লেখযোগ্য বড় কোনো কাজ এখনো করতে পারেনি। এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে— সংগঠনের কার্যক্রমে সকলকে সেভাবে আকৃষ্ট বা সংশ্লিষ্ট করতে না পারা।
তবে, বর্তমান কমিটির একটি বড় অর্জন হলো— সমিতিকে একটি প্রাতিষ্ঠানিক ঠিকানা দেওয়া। কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির এখন একটি নিজস্ব বসার জায়গা হয়েছে। এই ঠিকানার জন্য অক্লান্ত পরিশ্রম করায় সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিককে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একইসাথে, ঠিকানার জন্য বড় আর্থিক যোগান দেওয়ায় কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান এবং সকল ডোনার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
কার্যনির্বাহী পরিষদ গঠন ও সদস্য হওয়ার আহ্বান:
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত হবে। নির্বাচন ও ভোটদানে অংশ নিতে হলে অবশ্যই সমিতির সদস্য হতে হবে।
এ প্রেক্ষিতে, সকল সাবেক শিক্ষার্থীর প্রতি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সদস্য হওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল আবেদীন ডলার মেধাবী সংগঠকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন সংশ্লিষ্ট হোন, আপনাদের সুচিন্তিত কাজে সমিতির কার্যক্রম এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”
হৃদয়ের টানে ফিরে আসার আহ্বান:
পরিশেষে, প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে সকল সাবেক শিক্ষার্থীকে এই ঐতিহাসিক আয়োজনের জন্য দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও ‘একখণ্ড কারমাইকেল কলেজ প্রাঙ্গণের পরিবেশ’ তৈরি করাই সকলের লক্ষ্য।
সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল আবেদীন ডলার সকল সাবেক শিক্ষার্থীর প্রতি আন্তরিক অনুরোধ জানিয়ে বলেন, “সকলে আসি— বার বার আসি— হৃদয়ের টানে ফিরে আসি বার বার। এই প্রতিষ্ঠান সাবেক শিক্ষার্থী আপনাদের সকলের। কার্যক্রম পরিচালনায় কোনো ত্রুটি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সকলে এগিয়ে আসবেন।”
https://slotbet.online/