তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
ডিমেনশিয়া বিষয়ে সচেতনতা বাড়াতে এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সমাজের নেতিবাচক ধারণা দূর করতে ২১ সেপ্টেম্বর বিশ্ব আলঝেইমার্স দিবস উপলক্ষে একটি সেমিনার সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সমাজসেবা অধিদপ্তর এবং আলঝেইমার্স সোসাইটি অফ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের প্রতিপাদ্য হলো “ডিমেনশিয়া সচেতনতা: স্টিগমা মোকাবেলা এবং অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ”।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ সাইদুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ সচিব জনাব ড. মোঃ আবু ইউসুফ। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনস্ হপকিন্স ইউনিভার্সিটির ফেকাল্টি ও আলঝেইমার্স সোসাইটি অফ বাংলাদেশ-এর উপদেষ্টা ডা. হালিদা হানুম আখতার এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক জনাব মোঃ আশরাফ হোসেন।
সেমিনারে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি, তাদের পরিবার এবং সেবাপ্রদানকারীদের সম্মাননা জানানো হবে। এছাড়া, ডিমেনশিয়া কেয়ার লেভেল-৩ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে, যা তাদের পেশাগত দক্ষতা ও সেবার মান উন্নয়নে সহায়তা করবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ সমাজে ডিমেনশিয়া বিষয়ে সঠিক বার্তা পৌঁছে দেবে এবং আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করবে।
https://slotbet.online/