
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেশের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এ বছর সেপ্টেম্বর মাসকে ‘বৃক্ষরোপণ অভিযান মাস’ হিসেবে ঘোষণা করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটি সারা দেশে তাদের কর্ম এলাকায় ৫ লক্ষ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করবে।
দীর্ঘদিন ধরে ঋণ কর্মসূচির পাশাপাশি কৃষি ও বনায়ন খাতে কাজ করে আসা এসএসএস ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর বনায়ন পুরস্কার অর্জন করেছিল। এবার সংস্থাটি তাদের ২৫টি জোনের ৮ শতাধিক শাখার মধ্যে ১৩৯টি শাখা এবং ২৮টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের জন্য প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে প্রায় ১৬২,০০০ চারা বিতরণের চাহিদা পাওয়া গেছে এবং এই কার্যক্রম পুরো মাস জুড়ে চলবে।
গত বুধবার (১৭ সেপ্টেম্বর) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় টাঙ্গাইল সদর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ে। সংস্থার সিনিয়র পরিচালক (ঋণ) জনাব সন্তোষ চন্দ্র পাল শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি বলেন, “গাছ আমাদের প্রকৃতির শ্রেষ্ঠ বন্ধু। একটি গাছ শুধু পরিবেশকেই রক্ষা করে না, বরং আমাদের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত।”
বিতরণকৃত চারা গাছের মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, লিচু, আমরা, জলপাই, আমরা প্রভৃতি।
সংস্থার উপ-নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল হক ভূঁইয়ার তত্ত্বাবধানে নেওয়া এই মহৎ উদ্যোগটি একদিকে যেমন সবুজায়ন বাড়াবে, তেমনি তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এসময় সংস্থার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (কৃষি) প্রদীব কুমার রায়, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজারসহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/