
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুড়ে যাওয়া পরিবারগুলো হলো—ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদের। মুহূর্তের মধ্যে আগুন পুরো এলাকা গ্রাস করলে তাদের গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমান ত্রিশ লাখ টাকার বেশি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল, দানশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কাছে জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
আজ সকালে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার কথা শুনা মাত্র তাৎক্ষণিকভাবে বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দীন এবং বর্তমান ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মেরিনা আকতারের পক্ষ থেকে শুকনা ত্রান সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করে, এ সময় উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো এনাম, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো রশিদ আহমদ, যুবদল নেতা মহিউদ্দিন ও ওয়ার্ডের গ্রাম পুলিশ।
এ সময়
৪নং বাহারচরা ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মেরিনা আকতার বলেন, আগুন পুড়ে যাওয়ার ঘটনাটা শুনে খুবই কষ্ট পেয়েছি সাথে সাথে সকাল বেলা তাৎক্ষণিকভাবে আমার পক্ষ থেকে শুকনা খাদ্য সামগ্রী ও সামান্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। সাবেক মেম্বার মমতাজ উদ্দীন বলেন, এই সব গরীব অসহায় পরিবার গুলোকে উপজেলা প্রশাসন ও এলাকার বিত্তশালীদের আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।
https://slotbet.online/