
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ তাদের পরিবহণ বহরে যুক্ত করলো নতুন ৭টি বাস। এর মধ্যে ৪টি ডাবল ডেকার ও ৩টি সিঙ্গেল ডেকার। এই বাসগুলো এখন থেকে রংপুরের সকল উপজেলায় যাতায়াত করবে, যা শিক্ষার্থীদের
যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করবে। এতে দারুণ খুশি শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে পুরো রংপুর অঞ্চলের মানুষ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। এসময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মানেই রংপুরের উন্নয়ন। এই বাসগুলো শুধু শিক্ষার্থীদের যাতায়াত সমস্যাই সমাধান করবে না, বরং শিক্ষা ও গবেষণার পরিবেশকেও আরও উন্নত করবে।”
তিনি আরও বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নতুন বাসগুলো পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নতুন বাসগুলো যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা এখন থেকে সহজেই তাদের নিজ নিজ উপজেলা থেকে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবে, যা তাদের পড়াশোনার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
https://slotbet.online/