নিজস্ব প্রতিবেদক, রংপুর
সরকারি চাকরি থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটি (পিআরএল)-এ যাওয়া ১৬শ বিসিএস শিক্ষা ক্যাডারের তিন সদস্যকে বিদায় সংবর্ধনা দিয়েছে রংপুরস্থ ১৬শ বিসিএস ফোরাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর নর্থভিউ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যাদেরকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় তারা হলেন—১৬শ বিসিএস ফোরামের মহাসচিব ও কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ড. রেহেনা খাতুন; তারাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ. আই. এম. মুসা এবং কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু ইউসুফ মো. তৌহিদুন্নবী।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, শিক্ষাক্ষেত্রে তাদের ত্যাগ ও অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন, কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রাশেদুন্নবী, বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আকতার হোসেন, জলঢাকা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাফফর হোসেন, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের খান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, রংপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর তুষার কান্তি, বাংলা বিভাগের প্রধান প্রফেসর সুব্রত কুমার, কারমাইকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান ই.ইতি ও সংস্কৃতি প্রফেসর মোফাচ্ছের হোসেন, প্রফেসর সেলিনা বেগম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ যথাক্রমে প্রফেসর দেলোয়ারা বেগম, প্রফেসর শাহজাহান নাসির, প্রফেসর অতুল চন্দ্র, প্রফেসর আশরাফুল, প্রফেসর মোঃ আব্দুল লতিফ ও রংপুর সরকারি টিচার ট্রেইনিং কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর গোলাম আহমেদ ফারুক প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৬শ বিসিএস ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। তাদের সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিনত হয় মিলনমেলায়। এসময় বিদায়ী কর্মকর্তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং অনুষ্ঠান শেষে ফোরামের পক্ষ থেকে নৈশ ভোজের আয়োজন করা হয়।
https://slotbet.online/